ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

দর্শনা কেরু চত্বরে একের পর এক বোমা উদ্ধার

থানায় ৩ মামলা, গ্রেপ্তার ২

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

দর্শনায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বোমার উদ্ধার হওয়া ঘটনায় দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়া কেরু চিনিকলের মহাব্যবস্থাপক ওমর আল ফারুক গালিব বাদী হয়ে আরও দুটি মামলা দায়ের করেছেন।

দর্শনা থানা সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে পুলিশের অভিযানে এজাহারভুক্ত আসামি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলী কামড়ীর ছেলে ছোট খোকন (৩৮) গ্রেপ্তার হন। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আলিহিম হোসেনকে (৫০) আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলিহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্ত জোরদার করা হয়েছে। বোমার সঙ্গে আর কারা জড়িত আছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে দর্শনার বিভিন্ন এলাকা থেকে ১২টি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে রাজশাহী র‌্যাব-৫ ও যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক সেনাবাহিনীর ডিসপোজাল দল এসে উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় দর্শনা পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তারা শিশুদের ঘরের বাইরে খেলতে বা স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানিয়েছেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। বোমা ফেলে যাওয়া ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা কেরু চত্বরে একের পর এক বোমা উদ্ধার

থানায় ৩ মামলা, গ্রেপ্তার ২

আপলোড টাইম : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বোমার উদ্ধার হওয়া ঘটনায় দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়া কেরু চিনিকলের মহাব্যবস্থাপক ওমর আল ফারুক গালিব বাদী হয়ে আরও দুটি মামলা দায়ের করেছেন।

দর্শনা থানা সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে পুলিশের অভিযানে এজাহারভুক্ত আসামি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলী কামড়ীর ছেলে ছোট খোকন (৩৮) গ্রেপ্তার হন। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আলিহিম হোসেনকে (৫০) আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলিহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্ত জোরদার করা হয়েছে। বোমার সঙ্গে আর কারা জড়িত আছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে দর্শনার বিভিন্ন এলাকা থেকে ১২টি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে রাজশাহী র‌্যাব-৫ ও যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক সেনাবাহিনীর ডিসপোজাল দল এসে উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় দর্শনা পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তারা শিশুদের ঘরের বাইরে খেলতে বা স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানিয়েছেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। বোমা ফেলে যাওয়া ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।