ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্বোধন ও শপথ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার জেলা কমিটির উদ্বোধন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি লাল্টু মল্লিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিল্টন আলী (লিমন)। প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ‘যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানেই আইনগত সহায়তা প্রদান করতে হবে।” মির্জা ফরিদুল ইসলাম শিপলু বলেন, “বিগত ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, ভবিষ্যতে যেন তা না হয়, সে বিষয়ে মানবাধিকার কর্মীদের সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠানের শেষ অংশে জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্বোধন ও শপথ

আপলোড টাইম : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার জেলা কমিটির উদ্বোধন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি লাল্টু মল্লিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিল্টন আলী (লিমন)। প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ‘যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানেই আইনগত সহায়তা প্রদান করতে হবে।” মির্জা ফরিদুল ইসলাম শিপলু বলেন, “বিগত ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, ভবিষ্যতে যেন তা না হয়, সে বিষয়ে মানবাধিকার কর্মীদের সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠানের শেষ অংশে জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয়।