ভাংবাড়ীয়ায় ওয়ার্ড মহিলা দলের কর্মী সভা
- আপলোড টাইম : ০১:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব ভাংবাড়ীয়া ঈদগাহ পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কল্যাণে নিয়োজিত একটি সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দলকে আরও সুসংগঠিত করতে সম্প্রীতি, বন্ধন ও ঐক্যের ভিত্তিতে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। সেই লক্ষ্যে আমরা ওয়ার্ড, পাড়া ও মহল্লায় মহিলা দলকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আদর্শিক সংগঠনকে সুসংগঠিত করতে হলে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্দেশনা অনুযায়ী ৩১ দফার বিষয়বস্তু জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে, যেন তারা বুঝতে পারে দেশের মানুষের সার্বিক কল্যাণের একমাত্র পথ এই ৩১ দফা।’
ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, মহিলা দলের সভানেত্রী মাহাফুজা আক্তার জলি, সাগরী খাতুন ও তহমিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সহসভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুরুজসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।