দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা করা হলো নিষ্ক্রিয়
- আপলোড টাইম : ০১:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা কেরু চিনিকলের পুকুর পাড়ে নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় দর্শনায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্কুলে ছেলে-মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। দর্শনা থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রুবেল হোসেনের বাড়ির পাস থাকে দুটি এবং পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ার নৃরুল ইসলামের বাঁশ বাগানের ভেতর থেকে আরও ৪টি বোমার দেখা মেলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সারাদিন বোমাগুলো সেনাবাহিনী ও পুলিশ পাহারায় রাখা হয়। রাতে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-৫ ইউনিটের বোম নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে কেরু চিনিকলের পুকুরপাড়ে ৬টি বোমা নিষ্ক্রিয় করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, এ ঘটনায় দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আ. মান্নানের ছেলে রুবেল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আলিহিম হোসেনকে (৫০) আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে, বাকি আসামি ধরার চেষ্টা চলছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। উল্লেখ্য গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথকভাবে ৬টি বোমা উদ্ধার করে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৫ ইউনিটের ও যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইফনিট। পরে তা নিষ্ক্রিয় করা হয়। এ বিষয়েও কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল।