সরোজগঞ্জে ২২তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জের যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার উদ্যোগে ২২তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ এশা মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল হাওলাদার সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, আল কোরআন রিসার্চ সেন্টার, ঢাকার শায়েখ শাফী মোহাম্মদ আব্দুল বারী (রংপুর)। দ্বিতীয় বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চুয়াডাঙ্গা জেলা সদস্য মাওলানা আবুল কাশেম জিহাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর থানা আমির বিলাল হোসাইন, আব্দুর রউফ মিয়া, আব্দুর রহমান ও যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আকিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত ছিলেন।