গড়াইটুপি ইউনিয়ন বিএনপির দুই নেতা বহিষ্কার
- আপলোড টাইম : ১০:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ইউনিয়ন কমিটি। বহিষ্কৃতরা হলেন- গড়াইটুপি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইরফান আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সড়াবাড়ীয়া বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে দলীয় প্যাডে সকলের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়।
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী বলেন, ‘কয়েকদিন ধরে গহেরপুর পাকশিয়া বিল থেকে কয়েকজন ব্যক্তি বালু উত্তোলন করছিল। এর মধ্যে ইরফান ও নাজমুল অন্যতম। তারা দলীয় প্রভাব খাটিয়ে এই কাজ করছিল বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেয়। আমি বিষয়টি এড়িয়ে চলতে বললে তারা আমার সাথেও খারাপ আচরণ করে এবং বালু উত্তোলন চালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। তিনি স্থানীয় জনগণের সমস্যা বিবেচনায় বিষয়টি বন্ধের নির্দেশ দেন। কিন্তু এরপরও তারা বালু উত্তোলন বন্ধ না করায় আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছি, যাতে দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।’
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা থানা বিএনপির সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে বহিষ্কারের বিষয়টি এখনই আনুষ্ঠানিকভাবে প্রচার করতে চাই না।’ গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল হক বলেন, ‘দলের নামে যারা অনৈতিক কাজে জড়িত হয়ে বিতর্ক তৈরি করবে, তাদেরই বহিষ্কার করা উচিত।’