ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’

আ.লীগ-যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ১৪

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। অভিযানে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও মেহেরপুর থানার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার আলুকদিয়া রাজাপুর বানিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৫)। তিনি মৃত মকবুল শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আটক আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার (আজ) আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, আলমডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের বাসিন্দা ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল রহমান ওরফে সামু (৩৬), ওসমানপুর গ্রামের বাসিন্দা ও হারদী ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সম্পাদক জাহাঙ্গীর আলী (৪৫)। ওসি জানান, তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদায় ডেভিল হান্ট অভিযানে কার্পাসডাঙ্গা মুন্সিপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম (৪৮) দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের বাসিন্দা ও মৃত শাহার আলী ওরফে শহন উদ্দীনের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বুধবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক রাতেই ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে একাধিক পুলিশ টিম অভিযান চালিয়ে ভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ হোসেন, বেড়পাড়াগ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে, এছাড়াও নতুন পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে লালন শেখ, হরিরামপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শরিফ, ময়ামারি গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে রশিদ, সাহেবপুর গ্রামের বাসিন্দা লিয়াকত মোল্লা, লিয়াকত মোল্লার ছেলে শরিফুল ইসলাম, আনারের ছেলে আলতাব আলী, আলতাব আলীর ছেলে সাজু, বলিপুর গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে আবুল কালাম ও খোকসার সোলায়মান খানের ছেলে সাজ্জাদ হোসেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’

আ.লীগ-যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ১৪

আপলোড টাইম : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। অভিযানে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও মেহেরপুর থানার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার আলুকদিয়া রাজাপুর বানিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৫)। তিনি মৃত মকবুল শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আটক আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার (আজ) আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, আলমডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের বাসিন্দা ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল রহমান ওরফে সামু (৩৬), ওসমানপুর গ্রামের বাসিন্দা ও হারদী ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সম্পাদক জাহাঙ্গীর আলী (৪৫)। ওসি জানান, তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদায় ডেভিল হান্ট অভিযানে কার্পাসডাঙ্গা মুন্সিপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম (৪৮) দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের বাসিন্দা ও মৃত শাহার আলী ওরফে শহন উদ্দীনের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বুধবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক রাতেই ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে একাধিক পুলিশ টিম অভিযান চালিয়ে ভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ হোসেন, বেড়পাড়াগ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে, এছাড়াও নতুন পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে লালন শেখ, হরিরামপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শরিফ, ময়ামারি গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে রশিদ, সাহেবপুর গ্রামের বাসিন্দা লিয়াকত মোল্লা, লিয়াকত মোল্লার ছেলে শরিফুল ইসলাম, আনারের ছেলে আলতাব আলী, আলতাব আলীর ছেলে সাজু, বলিপুর গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে আবুল কালাম ও খোকসার সোলায়মান খানের ছেলে সাজ্জাদ হোসেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।