জুড়ানপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা
- আপলোড টাইম : ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জুড়ানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল হক তেলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলীর ও জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি মণ্টু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ মাসুম, ৬ নম্বর বিএনপির সভাপতি এনামুল হক মিলন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কলম আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টোকন মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মফিজুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেল্টু রহমান, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, এনামুল হক, পেয়ার আলী, আকরাম হোসেন, হাবিবুর আজিজুল হক প্রমুখ। সভায় নির্বাচন কেন্দ্রিক আলোচনা করেন নেতারা।