গাংনীতে মাদক সেবনে নিষেধ করায় সাংবাদিকের ওপর হামলা
- আপলোড টাইম : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে মাদক সেবনে নিষেধ করায় দৈনিক মানবাধিকার প্রতিদিনের গাংনী প্রতিনিধি মাহাবুল ইসলামের (মহাব) ওপর হামলা চালিয়েছেন শিপন নামের এক মাদকসেবী। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে গাংনী উপজেলার আজান গ্রামের পুকুরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আজান গ্রামের শরিফুল ইসলামের ছেলে শিপন দীর্ঘদিন ধরে সাংবাদিক মাহাবুলের বসতবাড়ির আশেপাশে মাদক সেবন করে আসছে। বেশ কয়েকবার মাদকসেবনে নিষেধ করা হলেও শিপন মাদক সেবন চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসলেই শুরু হয় তার গাঁজা সেবন। এমন অবস্থায় এলাকার তরুণ যুবকদের মাদকের নেশা থেকে বাঁচাতে শিপনকে মাদক সেবনে নিষেধ করা হয়। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায়ও শিপন মাদক সেবন করছিল। এসময় সাংবাদিক মাহাবুল তাকে নিষেধ করলে তার ওপর চড়াও হয় শিপন। একপর্যায়ে মাদকাসক্ত শিপন চায়ের দোকানের কাঁচের কাপ দিয়ে মাহাবুলের মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এসময় স্থানীয়রা ছুটে এসে শিপনের হাত থেকে মাহাবুলকে উদ্ধার করে আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। মাহাবুলের মাথায় প্রচণ্ড আঘাতে কয়েকটি স্থানে ক্ষতবিক্ষত হয়। তার কানেও ৪টি সেলাই দেওয়া হযেছে।
বিষয়টি নিয়ে মাহাবুলের সাথে কথা হলে তিনি মাদকসেবী শিপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও জানান, শিপন এখন অবধি নানাভাবে তিনাকে মেরে ফেলাসহ নানা হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। তিনি গাংনী থানায় মাদকসেবী শিপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।