ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঝিনাইদহের সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভুঁইয়া

হাসিনা ও তার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, ‘কুখ্যাত হাসিনা ও তার দোসরদের লুণ্ঠিত পাচার করা টাকা ফেরত আনতে হবে। তাদের টাকা যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে এই দেশে থাকা হাসিনা বাহিনীর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা মানেই ছিল আইন, সে যেটা বলবে, সেটাই আইনে পরিণত হতো। এ জন্য দেশে আইনের শাসন ছিল না, ছিল না কোনো গণতন্ত্র। হাসিনা ভারতকে কাছে নিয়ে দেশের সবকিছুই বিকিয়ে দিয়েছিল।’

গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলমাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খার চরম অবনতি ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু, একে এম ওয়াজিদ আলী, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ বিএনপির অ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, আনোয়রুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপপু, আলমগীর হোসেন আলম, কালীগঞ্জের মাহবুবার রহমান, কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক, মহেশপুরের মেহেদী হাসান রণি, হরিণাকুণ্ডুর আবুল হাসান মাস্টার ও শৈলকুপার হুমায়ন বাবর ফিরোজ প্রমুখ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

আবুল খায়ের ভুঁইয়া আরও বলেন, জুলাই গণআন্দোলন আকাশ থেকে পড়েনি। বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত রূপ জুলাই অভ্যুত্থান। বিএনপি নেতারা খুন ও গুম হয়ে দেশে একটা বিস্ফোরন্মুখ পরিবেশ তৈরি করেছিল। সেটাই বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। তিনি বলেন, দেশে নির্বাচনী রোডম্যাপ ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ দাবি করে আবুল খায়ের ভুঁইয়া বলেন, বিএনপি সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। জননেতা তারেক রহমান এ নিয়ে এখনো কাজ করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহের সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভুঁইয়া

হাসিনা ও তার

আপলোড টাইম : ১০:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, ‘কুখ্যাত হাসিনা ও তার দোসরদের লুণ্ঠিত পাচার করা টাকা ফেরত আনতে হবে। তাদের টাকা যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে এই দেশে থাকা হাসিনা বাহিনীর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা মানেই ছিল আইন, সে যেটা বলবে, সেটাই আইনে পরিণত হতো। এ জন্য দেশে আইনের শাসন ছিল না, ছিল না কোনো গণতন্ত্র। হাসিনা ভারতকে কাছে নিয়ে দেশের সবকিছুই বিকিয়ে দিয়েছিল।’

গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলমাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খার চরম অবনতি ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু, একে এম ওয়াজিদ আলী, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ বিএনপির অ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, আনোয়রুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপপু, আলমগীর হোসেন আলম, কালীগঞ্জের মাহবুবার রহমান, কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক, মহেশপুরের মেহেদী হাসান রণি, হরিণাকুণ্ডুর আবুল হাসান মাস্টার ও শৈলকুপার হুমায়ন বাবর ফিরোজ প্রমুখ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

আবুল খায়ের ভুঁইয়া আরও বলেন, জুলাই গণআন্দোলন আকাশ থেকে পড়েনি। বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত রূপ জুলাই অভ্যুত্থান। বিএনপি নেতারা খুন ও গুম হয়ে দেশে একটা বিস্ফোরন্মুখ পরিবেশ তৈরি করেছিল। সেটাই বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। তিনি বলেন, দেশে নির্বাচনী রোডম্যাপ ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ দাবি করে আবুল খায়ের ভুঁইয়া বলেন, বিএনপি সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। জননেতা তারেক রহমান এ নিয়ে এখনো কাজ করছেন।