ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

জীবননগরে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ

আশ শেফা ফার্মেসিতে ১০ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

জীবননগরে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে জীবননগর মুক্তিযোদ্ধা রোডে আশ শেফা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের সহযোগিতায় আশ শেফা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা। এসময় সেখান থেকে প্রচুর ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসির স্বত্ত্বাধিকারী মো. শরিফ উদ্দীনকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর খ ও গ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, এবার সর্তকতামূলকভাবে ফার্মেসির স্বত্ত্বাধিকারী মো. শরিফ উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরিবর্তীতে তিনি একই ধরণের অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, জীবননগর উপজেলা ভূমি অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল্লাহ-আল-রশীদসহ জীবননগর থানা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ

আশ শেফা ফার্মেসিতে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১০:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে জীবননগর মুক্তিযোদ্ধা রোডে আশ শেফা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের সহযোগিতায় আশ শেফা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা। এসময় সেখান থেকে প্রচুর ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসির স্বত্ত্বাধিকারী মো. শরিফ উদ্দীনকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর খ ও গ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, এবার সর্তকতামূলকভাবে ফার্মেসির স্বত্ত্বাধিকারী মো. শরিফ উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরিবর্তীতে তিনি একই ধরণের অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, জীবননগর উপজেলা ভূমি অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল্লাহ-আল-রশীদসহ জীবননগর থানা পুলিশের একটি দল।