ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা) সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা যারা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে আজকে এখানে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, তারা দিনব্যাপী এবং এখান থেকে যারা ভালো করবে, তাদের আমরা জেলাতে পাঠাবো। সেখানে যারা ভালো করবে, তারা বিভাগে যাবে। আমরা চাইবো আমাদের আলমডাঙ্গা উপজেলার সন্তানেরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করুক। আমরা জানি আলমডাঙ্গা উপজেলা ইতোমধ্যে খেলাধুলার ক্ষেত্রে বেশ অগ্রসর। শুধু খেলাধুলাতেই নয় সাংস্কৃতিক চর্চাতেও সবসময় এগিয়ে থাকে। এটা ধরে রাখা আমাদের দায়িত্ব।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আলাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এ্যাটম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইকবাল আহমেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম সুলতান, রফিকুল ইসলাম, হুমায়ন কবীর, বখতিয়ার হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

আপলোড টাইম : ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা) সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা যারা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে আজকে এখানে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, তারা দিনব্যাপী এবং এখান থেকে যারা ভালো করবে, তাদের আমরা জেলাতে পাঠাবো। সেখানে যারা ভালো করবে, তারা বিভাগে যাবে। আমরা চাইবো আমাদের আলমডাঙ্গা উপজেলার সন্তানেরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করুক। আমরা জানি আলমডাঙ্গা উপজেলা ইতোমধ্যে খেলাধুলার ক্ষেত্রে বেশ অগ্রসর। শুধু খেলাধুলাতেই নয় সাংস্কৃতিক চর্চাতেও সবসময় এগিয়ে থাকে। এটা ধরে রাখা আমাদের দায়িত্ব।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আলাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এ্যাটম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইকবাল আহমেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম সুলতান, রফিকুল ইসলাম, হুমায়ন কবীর, বখতিয়ার হোসেন প্রমুখ।