ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা বঙ্গজপাড়া স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের বার্ষিক ওয়াজ মাহফিল

‘ইসলাম শান্তির পথ দেখায়, অন্যায় ও বিভেদ দূর করে’

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বঙ্গজপাড়ায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এশার নামাজের পর আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় বঙ্গজপাড়া স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের। তবে অনিবার্য কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।

অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম পিটু বলেন, ‘ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের নতুন প্রজন্মকে যদি ইসলামের সঠিক শিক্ষা দেওয়া যায়, তাহলে সমাজে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চা বাড়বে। ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, অন্যায় ও বিভেদ দূর করে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে নানা রকম নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তাই এ ধরনের মাহফিল বেশি বেশি আয়োজন করা উচিত, যাতে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে।’ সফিকুল ইসলাম পিটু আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এমন একটি সুন্দর আয়োজনের জন্য স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তারা যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখে, সে প্রত্যাশা করছি।’

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন কুষ্টিয়ার আলেম হাফেজ মাওলানা আবদুল কাদের জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা মুফতি মেহেদী হাসান হাবিবী, আর তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাহ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলামসহ বিভিন্ন পর‌্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লি। মাহফিলে ইসলামি আলোচনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা বঙ্গজপাড়া স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের বার্ষিক ওয়াজ মাহফিল

‘ইসলাম শান্তির পথ দেখায়, অন্যায় ও বিভেদ দূর করে’

আপলোড টাইম : ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার বঙ্গজপাড়ায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এশার নামাজের পর আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় বঙ্গজপাড়া স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের। তবে অনিবার্য কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।

অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম পিটু বলেন, ‘ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের নতুন প্রজন্মকে যদি ইসলামের সঠিক শিক্ষা দেওয়া যায়, তাহলে সমাজে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চা বাড়বে। ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, অন্যায় ও বিভেদ দূর করে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে নানা রকম নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তাই এ ধরনের মাহফিল বেশি বেশি আয়োজন করা উচিত, যাতে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে।’ সফিকুল ইসলাম পিটু আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এমন একটি সুন্দর আয়োজনের জন্য স্বপ্নপূরণ স্পোর্টিং ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তারা যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখে, সে প্রত্যাশা করছি।’

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন কুষ্টিয়ার আলেম হাফেজ মাওলানা আবদুল কাদের জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা মুফতি মেহেদী হাসান হাবিবী, আর তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাহ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলামসহ বিভিন্ন পর‌্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লি। মাহফিলে ইসলামি আলোচনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।