চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ
- আপলোড টাইম : ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি কলেজ সড়কে এগিয়ে যায় এবং দুই মিনিট পর মশাল নিভিয়ে কর্মসূচি শেষ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন মিছিলে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলার মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করছি।’ এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইউশ, মুখ্য সংগঠক মাহাবুব ইসলাম আকাশ, মুখপাত্র মুশফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রেজাউল বাসার প্লাবন, সদস্যদের মধ্যে কাফি, নাহিদ, সৌরভ, নাভিদ, তুহিন, মাসুম, রাব্বি, রাকিব, তৌফিক, মিকাইল, সামিউল প্রমুখ।