চুয়াডাঙ্গার বিভিন্ন কলেজে চলছে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কার্যক্রম
অভূতপূর্ব সাড়া ফেলেছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে
- আপলোড টাইম : ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণের কাজ স্ব স্ব কলেজে শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আওতাধীন সকল কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিকে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ কাজ হাতে নেওয়া হয়েছে। গত সোমবার থেকে জেলার প্রায় সকল কলেজে এ সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ফরম বিতরণের কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট কলেজের আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা, থানা ও পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সহযোগিতায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে অভূতপূর্ব সাড়া ফেলেছে ছাত্রদলের এই কর্মসূচি।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, তেঁতুল শেখ কলেজ ও বদরগঞ্জ ডিগ্রি কলেজের ফরম বিতরণ কাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিমের প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. আনোয়ার পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সাজিবুল হক রাজন, সাহাবুদ্দিন আহমেদ, আলাউদ্দিন আলা, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সদস্যসচিব সাইমুম আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময় প্রমুখ। সদস্য ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত।