আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে
- আপলোড টাইম : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
আগামীকাল ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশ সফল করতে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি প্রচার মিছিল করেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হাটবোয়ালিয়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।
এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জানমোহাম্মদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তহিবুল হুদা তুহিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, সাধন বিশ্বাস, মুকুল উজ্জামান মিলন, শাহীন রেজা, জাহাঙ্গীর, আপন, ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীন, আব্দুর রউফ খোকন, ইসমাইল হুদা, মুনছুর আলী, আব্দুল মান্নান প্রমুখ।
এদিকে, আগামী ২০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ সফল করতে দামুড়হুদার নতিপোতায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতিপোতা বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু। সভায় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিদুল ইসলাম। এছাড়া নতিপোতা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, বিএনপি নেতা সদর উদ্দিন, আসলাম হোসেন, নতিপোতা ইউনিয়ন কৃষকদল নেতা আবুল হাশেম, জামশেম আলী, আজিজ কিবরিয়া, যুবদল নেতা বাবলুর রহমান, মাসুদ রানা, পারভেজ আলী, সাব্বির রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় কামরুজ্জামান টুনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনও নানা ষড়যন্ত্র করছে। তাদের সব চক্রান্তের মোকাবিলা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জেলা বিএনপির জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নিতে হবে।