ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের ব্যানার ও ফেস্টুন তছরুপ

প্রতিবাদে আজ মানববন্ধন করবে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ব্যানার-ফেস্টুন রাতের আধারে ছিড়ে তছরুপের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ১০টার পর চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বরে টাঙানো এসব ব্যানার ও ফেস্টুন তছরুপ করা হয়। গতকাল সোমবার সকালে জেলা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে তাদের ব্যানার ও ফেস্টুন তছরুপ অবস্থায় দেখতে পান। এসময় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের আশায় চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা গেছে, এসব ব্যানার ও ফেস্টুনে ছিল জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ছবি, যা জেলা শিবিরের উদ্যোগে গত ৩১ জানুয়ারি টাঙানো হয়েছিল। এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন সিসিটিভি ফুটেজে চারজনের একটি সঙ্গবদ্ধ দলকে এসব ব্যানার ও ফেস্টুন তছরুপ করতে দেখা যায়। এ বিষয়ে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ বলেন, ‘এটি একটি গভীর চক্রান্তের অংশ, যা স্বাধীনতার পক্ষে থাকা আমাদের মতাদর্শের বিরুদ্ধে। ছাত্রশিবির সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু এমন ঘটনা আমাদের আন্দোলনকে চাপে ফেলবে না।’

তিনি আরও বলেন, ‘যারা এই অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের তছরুপ দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। আমরা এর প্রতিবাদে মঙ্গলবার (আজ) দুপুরে সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করব।’

এদিকে, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে অস্পষ্ট চারজনকে দেখা গেছে। আরও কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অপরাধীদের চিহ্নিত করতে আমাদের কার্যক্রম চালানো হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের ব্যানার ও ফেস্টুন তছরুপ

প্রতিবাদে আজ মানববন্ধন করবে ছাত্রশিবির

আপলোড টাইম : ০৭:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ব্যানার-ফেস্টুন রাতের আধারে ছিড়ে তছরুপের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ১০টার পর চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বরে টাঙানো এসব ব্যানার ও ফেস্টুন তছরুপ করা হয়। গতকাল সোমবার সকালে জেলা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে তাদের ব্যানার ও ফেস্টুন তছরুপ অবস্থায় দেখতে পান। এসময় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের আশায় চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা গেছে, এসব ব্যানার ও ফেস্টুনে ছিল জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ছবি, যা জেলা শিবিরের উদ্যোগে গত ৩১ জানুয়ারি টাঙানো হয়েছিল। এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন সিসিটিভি ফুটেজে চারজনের একটি সঙ্গবদ্ধ দলকে এসব ব্যানার ও ফেস্টুন তছরুপ করতে দেখা যায়। এ বিষয়ে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ বলেন, ‘এটি একটি গভীর চক্রান্তের অংশ, যা স্বাধীনতার পক্ষে থাকা আমাদের মতাদর্শের বিরুদ্ধে। ছাত্রশিবির সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু এমন ঘটনা আমাদের আন্দোলনকে চাপে ফেলবে না।’

তিনি আরও বলেন, ‘যারা এই অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের তছরুপ দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। আমরা এর প্রতিবাদে মঙ্গলবার (আজ) দুপুরে সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করব।’

এদিকে, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে অস্পষ্ট চারজনকে দেখা গেছে। আরও কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অপরাধীদের চিহ্নিত করতে আমাদের কার্যক্রম চালানো হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’