খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্বোধনকালে মামুনুল হক
আমাদের রাজনীতি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য
- আপলোড টাইম : ০৭:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের রাজনীতি, আমাদের সকল অঙ্গ সংগঠন ও জনশক্তিকে আমাদের মূল চিন্তাকে বুঝতে হবে। আমাদের রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রমের একটি অংশ। আমরা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের চেতনা ধারণ করি। আমাদের লক্ষ্য সমাজ বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা। শুধুমাত্র রাজনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের বিজয় অর্জন করা সম্ভব নয়। বহুমুখী তৎপরতার মাধ্যমে সকল স্তরের জনগণের মধ্যে দ্বীন এবং ইসলামের চেতনাকে পরিপূর্ণ করা প্রয়োজন।’
গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘রাজনীতি করতে হলে, সমাজ বিপ্লব করতে হলে আমাদের ব্যাপকভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপরই আসবে আমাদের রাজনীতি।’
মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের রাজনীতির দায়িত্ব অনেক বেশি। আমাদের রাজনীতি হলো ইসলামের চেতনা, ইসলামের শিক্ষার দিকে আমাদের বেশি মনোযোগী হতে হবে। ইসলামে যতটুকু অনুমোদন করে প্রচলিত রাজনীতিতে আমরা ততটুকুই গ্রহণ করব। আমাদের রাজনীতি প্রচলিত রাজনীতির চেয়ে ঊর্ধ্বে, এবং তা দুনিয়া ও আখেরাতের কল্যাণে যতটুকু প্রয়োজন, আমরা শুধু ততটুকুই গ্রহণ করব।’
প্রচলিত রাজনীতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, কাজটি করলে কী হবে, এই প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন হবে, প্রয়োজন কী? আপনারা আজ যে কার্যালয়টি উদ্বোধন করেছেন, যদি এটিকে আরও সম্প্রসারিত করতে চান, তাহলে আপনাদের প্রথম প্রশ্ন হবে, প্রয়োজন কী? যদি ইসলামের প্রচারে আমাদের কার্যক্রমের স্বার্থে প্রয়োজন হয়, তবে আপনারা সেটি করবেন। আমাদের প্রধান লক্ষ্য, আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা।’
এর আগে গতকাল রাত ১১টা ৩৫ মিনিটে তিনি চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে পৌঁছান। এসময় তিনি চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও অন্যান্য পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উদ্বোধনকৃত জেলা কার্যালয়ে তিনি ২০ মিনিট সময় অতিবাহিত করেন।
খেলাফত মজলিস চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আব্দুল্লাহ আশরাফ এবং খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খানসহ জেলা খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।