ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ছাত্রদলের সদস্য ফরম বিতরণর কার্যক্রম চলছে

কেন্দ্রীয় ও জেলা টিমের নেতাদের পরিদর্শন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার আওতাধীন সকল কলেজ, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল সোমবার থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণের কাজ স্ব স্ব কলেজে শুরু হয়েছে। জেলার আওতাধীন সকল কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক এ ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষে এই সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ কাজ হাতে নেওয়া হয়েছে। গতকাল থেকে জেলার প্রায় সকল কলেজে সদস্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কলেজের আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম আহবায়ক ও উপজেলা, থানা ও পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এর আগে গত রোববার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে বেলা ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্ত করে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার পারভেজ বলেন, ‘যারা মাদকমুক্ত, বিতর্কিত নন, নিয়মিত ছাত্র এবং দলের আদর্শ ধারণ করেন, তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। সদস্য ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিলে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হবে।’ তিনি আরও বলেন, ‘নিজ নিজ কলেজে স্টল স্থাপন করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না করে কার্যক্রম পরিচালনা করতে হবে। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে দলের ভিত্তি শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

এদিকে, গতকাল জেলার দর্শনা সরকারি কলেজ, জীবননগর ডিগ্রি কলেজ, আব্দুল ওদুদশাহ ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের ফরম বিতরণ কাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিমের প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, শেখ সাহাবাজ সুজন, সাজিবুল হক রাজন, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন ও বনি আমিন সুমন। সদস্য ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ছাত্রদলের এই কার্যক্রম চুয়াডাঙ্গা জেলার কলেজ-মাদরাসাগুলোতে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে বলে প্রত্যয় ব্যক্ত করছে তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ছাত্রদলের সদস্য ফরম বিতরণর কার্যক্রম চলছে

কেন্দ্রীয় ও জেলা টিমের নেতাদের পরিদর্শন

আপলোড টাইম : ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা জেলার আওতাধীন সকল কলেজ, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল সোমবার থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণের কাজ স্ব স্ব কলেজে শুরু হয়েছে। জেলার আওতাধীন সকল কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক এ ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষে এই সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহ কাজ হাতে নেওয়া হয়েছে। গতকাল থেকে জেলার প্রায় সকল কলেজে সদস্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কলেজের আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম আহবায়ক ও উপজেলা, থানা ও পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এর আগে গত রোববার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে বেলা ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্ত করে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার পারভেজ বলেন, ‘যারা মাদকমুক্ত, বিতর্কিত নন, নিয়মিত ছাত্র এবং দলের আদর্শ ধারণ করেন, তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। সদস্য ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিলে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হবে।’ তিনি আরও বলেন, ‘নিজ নিজ কলেজে স্টল স্থাপন করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না করে কার্যক্রম পরিচালনা করতে হবে। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে দলের ভিত্তি শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

এদিকে, গতকাল জেলার দর্শনা সরকারি কলেজ, জীবননগর ডিগ্রি কলেজ, আব্দুল ওদুদশাহ ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের ফরম বিতরণ কাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিমের প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, শেখ সাহাবাজ সুজন, সাজিবুল হক রাজন, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন ও বনি আমিন সুমন। সদস্য ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ছাত্রদলের এই কার্যক্রম চুয়াডাঙ্গা জেলার কলেজ-মাদরাসাগুলোতে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে বলে প্রত্যয় ব্যক্ত করছে তারা।