শিরোনাম:
আলমডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৫:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ‘গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান, সেক্রেটারি খালিদ আহমেদ, পৌর শাখার সভাপতি সাব্বির রহমান, সেক্রেটারি রুহুল আমিনসহ স্থানীয় শিবিরের দায়িত্বশীলরা এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। কর্মসূচিটি পরিচালনা করেন ছাত্রশিবিরের আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম।