দর্শনার আকন্দবাড়ীয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৫:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দর্শনায় দুটি মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়ীয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নির্দেশনায় থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আকন্দবাড়ীয়া তমালতলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম ওরফে কালু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া রায়পাড়া গ্রামের দেলবার হোসেনের ছেলে।
এর আগে একই দিন রাত পৌনে ৮টার দিকে আকন্দবাড়িয়া আবাসন এলাকায় অপর এক অভিযানে ১ কেজি গাঁজাসহ মুক্তার আলী (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনিও দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া তমালতলা পাড়ার বাসিন্দা জামাত আলীর ছেলে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’