পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মুজিবনগরে কৃষকদের মানববন্ধন
- আপলোড টাইম : ০৭:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মেহেরপুরের মুজিবনগরে মানববন্ধন করেছেন কৃষকরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন গ্রামের পেঁয়াজ চাষিরা অংশ নেন এবং আমদানি বন্ধসহ ন্যায্যমূল্যের নিশ্চয়তার দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর পেঁয়াজের মৌসুম শুরু হলেই সরকার আমদানির অনুমতি দেয়, যার ফলে বাজারদর কমে যায়। এবারও ভারত থেকে আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে দাম পড়তির দিকে, যা কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
সালাউদ্দীন নামের একজন কৃষক বলেন, ‘বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২২ থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এতে আমরা চরম লোকসানের মুখে পড়ছি।’ আরেকজন কৃষক আমির হোসেন বলেন, ‘ভরা মৌসুমে আমদানি বন্ধ না করলে আমাদের অবস্থা আরও খারাপ হবে। আমরা আগামী তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানাচ্ছি।’ মানববন্ধনে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ছিটিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ৫ হাজার ৬৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এতে ১ লাখ ২২ হাজার ৯০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ন্যায্যমূল্য না পেলে কৃষকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়তে পারে এবং কৃষি উদ্যোক্তাদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও তিন মাসের জন্য আমদানি বন্ধের দাবি জানান। তারা বলেন, সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হবে।