মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩৬ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৫:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেট ব্যবহার না করা ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহন চালানোর অভিযোগে ২০টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর কলেজ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। অভিযানে মেহেরপুর ট্রাফিক বিভাগ, বিআরটিএ ও জেলা পুলিশের কর্মকর্তারা সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে হেলমেট না পরা, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২০ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ যান চলাচল রোধে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিআরটিএ পরিদর্শক জিয়াউর রহমানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।