মেহেরপুরে সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে
- আপলোড টাইম : ০৭:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রোববার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে মেহেরপুরে নেওয়া হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে দুপুর ১২টা ১৯ মিনিটের সময় সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয়।
১২টা ২৪ মিনিটের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক সৈয়দা মোনালিসা ইসলামকে মামলায় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ১২টা ৩২ মিনিটের সময় বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ১২টা ৫০ মিনিটের সময় কড়া পুলিশি পাহারায় মোনালিসা ইসলামকে প্রিজনভ্যানে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করে ঢাকা থেকে মেহেরপুরে আনা হয়। বর্তমানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল কারাগারে বন্দী জীবনযাপন করছেন।