মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা
অনুপ্রবেশকালে আটক ১২, মাদক উদ্ধার
- আপলোড টাইম : ০৭:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিলও উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্থ কুমিল্লাপাড়া, কুসুমপুর, বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে আটক করেন। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে বিজিবি ১১৯ বোতল ভারতীয় মদ ও ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার হওয়া মাদক বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে ধ্বংস করা হবে।’