ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপলোড টাইম : ০৭:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিনাইদহে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন-এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইকবাল জাহিদ রাজন, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্যসচিব খায়রুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামনুন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এসময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।’