শিরোনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ওলিয়ার রহমান
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৭:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের মেধাবী ছাত্র মো. ওলিয়ার রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন। তিনি নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন।
এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওলিয়ার রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি পারমথুরাপুর গ্রামের আফজাল হোসেন জোয়ার্দারের ছেলে। এলাকায় নম্র ও ভদ্র স্বভাবের নেতা হিসেবে পরিচিত ওলিয়ার রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেধাবী ছাত্র ওলিয়ার রহমান জানান, তিনি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
ট্যাগ :