ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
- আপলোড টাইম : ০৭:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। বক্তব্য দেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট শফিউল আজম, মাগুরা জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার এবং ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি নূরুল হাসান ফরিদী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’-এর মাধ্যমে কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বাহিনী।’ তিনি বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের বাইসাইকেল, ছাতা এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।