দর্শনা অফিস:
মদনা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপলোড টাইম : ০৭:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দর্শনার মদনা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী আন্তঃক্রীড়া, সংগীত ও কৌতুক প্রতিযোগিতা শেষে পুরকার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিবর রহমান ও আবু বকর। দিনব্যাপী আন্তঃক্রীড়া, সংগীত ও কৌতুক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এনামুল হক ও আবু সাঈদ মো. হাশেম।