দর্শনা অফিস:
দর্শনায় অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড টাইম : ০৭:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
দর্শনায় অনির্বাণ থিয়েটারের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নানা আয়োজনে দিবসটি পালন করে অনির্বাণ নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা। দীর্ঘ ৪২ বছর পথ চলায় অনির্বাণ থিয়েটার নাটক, সংগীতসহ নানা কর্মসূচি পালন করে আসছে। ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারী দর্শনা কলেজ চত্বর এলাকায় সংগঠনটি প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করতে সন্ধ্যায় অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য আওয়াল হোসেনের সভাপতিত্বে কার্যালয়ে কেক কাটা হয়। এরপর অনির্বাণ থিয়েটারের সংগঠন সংগীত পরিবেশিত হয়।
এরপর অনির্বাণনিয়ে আলোচনা করেন সাজ্জাদ হোসেন। কবিতা আবৃত্তি করেন অর্থ সম্পাদক কবিরুল হক লিপু, স্বপ্না, অন্নেসাহা, হওয়া খাতুন, রিধিতা ও সিন্ধু। ক্লোজ নাটকের খন্ড খন্ড একক অভিনয় করেন মিলন। সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী মোস্তাক আহম্মেদ মনা, মামুন, পূজা, স্বর্গ, দিয়া, রিয়া, সিন্ধু ও নিশি। নৃত্য পরিবেশন করেন শ্যামা সাহা, দিয়া, মিষ্টি ও স্বপ্না। নৃত্য শেষে বনভোজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপিত হয়।