নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ইনজেকশনসহ দুই বৃদ্ধ গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৬:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি দুই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সদর উপজেলার হাতিকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৯০ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত গহর মীরের ছেলে আশরাফ কালু (৬০) এবং ঝিনাইদহ জেলার সদর উপজেলার মাহামুদপুরের মৃত জালাল উদ্দীনের ছেলে মোহাদ উদ্দীন (৭৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আক্তার হোসেন ফোর্স নিয়ে সদর উপজেলার হাতিকাটা মোড়ে অভিযান চালান। অভিযানকালে আটক করা হয় মাদক কারবারি আশরাফ কালু ও মোহাদ উদ্দীনকে। এসময় তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৯০ অ্যাম্পুল নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন।
প্যাথেডিনসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।