চুয়াডাঙ্গা জেলা বিএনপির ২০ ফেব্রুয়ারির সমাবেশ উপলক্ষে
সরোজগঞ্জ ও ভাংবাড়ীয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত- আপলোড টাইম : ০৬:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে সদর উপজেলার সরোজগঞ্জ শ্রমিক ইউনিয়ন শাখা ও ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি। পৃথকভাবে অনুষ্ঠিত সভাগুলোতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরোজগঞ্জ:
সরোজগঞ্জ শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সরোজগঞ্জ বাজারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার সভাপতি শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার সদস্য গোলাম মোস্তফা, সুন্দর আলী, দেলোয়ার হোসেন, কাউসার, খোকন মিয়া, ফারুক, শফিকুল, বকুল, রবিউল, ইদ্রিস ড্রাইভার, মুক্তার আল ও মাসুদ মৃধা। সভাটি পরিচালনা করেন শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম লিণ্টু। সভায় বক্তারা বলেন, ২০ ফেব্রুয়ারির জনসভায় সরোজগঞ্জ শ্রমিক ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এবং বিএনপির কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
ভাংবাড়ীয়া:
২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা তিনটায় ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
প্রধান অতিথির বক্তব্যে সানোয়ার হোসেন লাড্ডু বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সবসময় দলের কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে। এবারও বৃহৎ জনসমাগম ঘটিয়ে শক্ত অবস্থান তুলে ধরবে ইনশাআল্লাহ।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি মজিরুল ইসলাম বিজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তহিবুল হুদা তুহিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, মহিলা দলের সভানেত্রী মাহাফুজা আক্তার জলি, সাগরী খাতুন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, সাধন বিশ্বাস, মুকুল উজ্জামান মিলন, শাহীন রেজা, জাহাঙ্গীর, আপন, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, আব্দুর রউফ খোকন, ইসমাইল হুদা, মুনছুর আলী, আব্দুল মান্নান, মতিয়ার রহমান, হাসেম আলী, নাসির আলী, সুইট আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছবিরুল ইসলাম, উসমান গনি, মজিবর রহমান সেণ্টু, আবু সাইদ, আনারুল ইসলাম, রকিবুল মালিতা ও সেলিম মালিতা।
সভাটি সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী। উল্লেখ্য, জেলা বিএনপির সমাবেশে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের একত্রিত করে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।