আলমডাঙ্গা অফিস:
ভাংবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
- আপলোড টাইম : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে হাটবোয়ালিয়া বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন শাখার আমির ডা. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন, জেলা আইনবিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল ও গাংনী আসমানখালি সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, হারদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিন, বারাদী ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, খাদিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান, ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাইতাল হকসহ স্থানীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিএ সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল।