ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫
সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ও সাবেক ফুটবলার লিটন আর নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা ফুটবল টিমের উজ্জল নক্ষত্র ও বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিউল ইসলাম লিটন চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার মরহুম একরাম আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোলোয়াড় জীবনে রবিউল ইসলাম লিটন চুয়াডাঙ্গা জেলা ফুটবল টিম, ঢাকা সিটি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় টিমসহ দেশের বিভিন্ন স্থানে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন রবিউল ইসলাম লিটন। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। গদ রোববার রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। সোমবার ভোর সাড়ে চারটার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। গতকাল সোমবার বাদ যোহর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা মসজিদে জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

এদিকে, রবিউল ইসলাম লিটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো দেখতে তার বাড়িতে ছুটে যান রাজনৈতিক অঙ্গনের সহকর্মীসহ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী। জানাযায় শরীক হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওহাহেদুজ্জামন বুলা, আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান পিটু, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সহসভাপতি লিটনের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ বিশ্বাস মিল্টু, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডলসহ বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ও সাবেক ফুটবলার লিটন আর নেই

আপলোড টাইম : ০৬:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা জেলা ফুটবল টিমের উজ্জল নক্ষত্র ও বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিউল ইসলাম লিটন চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার মরহুম একরাম আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোলোয়াড় জীবনে রবিউল ইসলাম লিটন চুয়াডাঙ্গা জেলা ফুটবল টিম, ঢাকা সিটি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় টিমসহ দেশের বিভিন্ন স্থানে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন রবিউল ইসলাম লিটন। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। গদ রোববার রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। সোমবার ভোর সাড়ে চারটার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। গতকাল সোমবার বাদ যোহর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা মসজিদে জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

এদিকে, রবিউল ইসলাম লিটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো দেখতে তার বাড়িতে ছুটে যান রাজনৈতিক অঙ্গনের সহকর্মীসহ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী। জানাযায় শরীক হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওহাহেদুজ্জামন বুলা, আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান পিটু, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সহসভাপতি লিটনের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ বিশ্বাস মিল্টু, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডলসহ বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।