নতুন রাজনৈতিক দল!
- আপলোড টাইম : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
২৪শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকের নতুন দল। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের পরবর্তীতে কমিটি পূর্ণাঙ্গ হবে। এখন চলছে নেতৃত্ব বাছাইয়ের তোড়জোড়। কারা থাকবেন কেন্দ্রীয় কমিটিতে, আর শীর্ষ পদে আসছেন কারা। তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তোলা গণ-অভ্যুত্থানের শক্তিগুলো নেতৃত্ব নিয়ে শুরুতেই টানাপড়েনের মধ্যে পড়েছে। তাদের দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে এক ধরনের অস্বস্তি নিয়ে। কারণ আহ্বায়ক চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে দোটানা পরিস্থিতি দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে। যারা সবাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা।
তারা মনে করছেন, শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অন্তরায় হবে। বিষয়টির সমাধানে গতকাল রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৮৮ সদস্যের ১১০ জনের মতো উপস্থিত থাকলেও একটি অংশ বৈঠক বয়কট করে। তাদের দাবি জুলাই অভ্যুত্থানের মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে দল গঠন করতে চাইছে একটি অংশ। পরিচিত মুখের দোহাই দিয়ে তারা একক আধিপত্য বাস্তবায়ন করতে চাইছেন। শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দলের সদস্য সচিব কে হবে তা নিয়ে যুক্তি-তর্ক শুরু হয় দুই পক্ষের মধ্যে।