ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

দেশের সর্বস্ব লুট করে শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে – তারেক রহমান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তামাসার নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচাররা। আপনাদের প্রতিরোধে ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসররা দেশ ধ্বংস করে দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। তারা দেশের সব সেক্টরে দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে ও এ দেশের উন্নয়ন অপ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়ন জরুরি। গতকাল রবিবার সকালে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। বেলা ১১টায় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি আমান উল্লাহ আমান। তিনি বর্তমান সরকারের উদ্দেশে বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। সংস্কার নির্বাচিত সরকারও করতে পারবে। বেশি দেরি করলে আবারও জনগণ রাস্তায় নামবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌরসভা বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমুখ। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে জেল-জুলম, হামলা-মামলা থেকে মুক্ত পরিবেশে এ কাউন্সিলকে ঘিরে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি রাজপথ। দ্বিবার্ষিক এ কাউন্সিলে বিএনপির জেলার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসারি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দেশের সর্বস্ব লুট করে শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে – তারেক রহমান

আপলোড টাইম : ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তামাসার নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচাররা। আপনাদের প্রতিরোধে ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসররা দেশ ধ্বংস করে দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। তারা দেশের সব সেক্টরে দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে ও এ দেশের উন্নয়ন অপ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়ন জরুরি। গতকাল রবিবার সকালে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। বেলা ১১টায় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি আমান উল্লাহ আমান। তিনি বর্তমান সরকারের উদ্দেশে বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। সংস্কার নির্বাচিত সরকারও করতে পারবে। বেশি দেরি করলে আবারও জনগণ রাস্তায় নামবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌরসভা বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমুখ। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে জেল-জুলম, হামলা-মামলা থেকে মুক্ত পরিবেশে এ কাউন্সিলকে ঘিরে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি রাজপথ। দ্বিবার্ষিক এ কাউন্সিলে বিএনপির জেলার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসারি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।