আলমডাঙ্গায় প্রতিবন্ধী শিশু মায়ার পাশে হারদী মডেল একাডেমি
- আপলোড টাইম : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
শারীরিক প্রতিবন্ধী শিশু মায়ার পাশে দাঁড়িয়েছে হারদী মডেল একাডেমির পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেল চারটায় আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গোরস্থানপাড়ায় মায়ার বাড়িতে গিয়ে তাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। ৮ বছর বয়সী মায়া শারীরিক প্রতিবন্ধী এক শিশু। আলমডাঙ্গার দিনমজুর আলম হোসেন ও রিমা দম্পতির মেয়ে সে। জন্মগতভাবে দুই পা বিকলাঙ্গ হওয়ায় হাঁটতে পারে না, কিন্তু স্কুলে পড়তে যাওয়ার প্রবল আগ্রহ রয়েছে তার। সুমিষ্ট কণ্ঠে গজল ও দেশাত্মবোধক গান গেয়ে আশপাশের সবাইকে মুগ্ধ করেছে মায়া। তবে দারিদ্র্য তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর অনেকেই তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। গোবিন্দপুর এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুর রহমান সৈকত ও সীমা সাহার উদ্যোগে হারদী মডেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মায়ার জন্য হুইলচেয়ার প্রদান করা হয়।
হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন এটম, হারদী মডেল একাডেমির পরিচালনা পরিষদের সদস্য বিশারত আলী সজল, নাসিমা খাতুন, রহিবুল আলম, আলমডাঙ্গা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক জাফর জুয়েল, সিয়াম আহমেদ, মিলন বিশ্বাস প্রমুখ।