হারদী ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা
- আপলোড টাইম : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার জামায়াতে ইসলামী হারদী ইউনিয়ন শাখার উদ্যোগে উসমানপুর মসজিদ প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমীর মাওলানা গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সমাজকল্যাণ সম্পাদক ও জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছর ধরে বিভিন্ন শাসন আমরা দেখেছি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে আল্লাহর আইন ও সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেই সঙ্গে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন গাংনী-আসমানখালি সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী শাহজাহান আলী, মাওলানা মোস্তফা কামালসহ হারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, সহযোগী সদস্য, সমর্থক ও শুভাকাক্সক্ষীরা।