ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

সীমান্তে মহেশপুর-৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

মাদক উদ্ধার, অনুপ্রবেশের দায়ে আটক ১৫

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নতুনপাড়া, পলিয়ানপুর, মাটিলা, বাঘাডাংগ ও বেনীপুর বিওপি’র বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার ও ১৫ জনকে আটক করা হয়। গতকাল বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৬টায় নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার ৬৬/ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা। এসময় একটি আম বাগান থেকে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিয়ানপুর বিওপির সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি তামাক ক্ষেত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়াও গতকাল মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা, বাঘাডাংগা, পলিয়ানপুর এবং বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় ১৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে প্রেরণ করা হয় এবং অন্য ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সীমান্তে মহেশপুর-৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

মাদক উদ্ধার, অনুপ্রবেশের দায়ে আটক ১৫

আপলোড টাইম : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নতুনপাড়া, পলিয়ানপুর, মাটিলা, বাঘাডাংগ ও বেনীপুর বিওপি’র বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার ও ১৫ জনকে আটক করা হয়। গতকাল বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৬টায় নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার ৬৬/ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা। এসময় একটি আম বাগান থেকে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিয়ানপুর বিওপির সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি তামাক ক্ষেত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়াও গতকাল মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা, বাঘাডাংগা, পলিয়ানপুর এবং বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় ১৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে প্রেরণ করা হয় এবং অন্য ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।