শিরোনাম:
দর্শনা অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ০৯:২৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
দর্শনা অনির্বাণ থিয়েটারের আজ প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ৪২ বছর ধরে অনির্বাণ থিয়েটার বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করে আসছে। ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি দর্শনা কলেজ চত্বর এলাকায় প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। আজ সোমবার দিনব্যাপী নানা আয়োজনে অনির্বাণ থিয়েটার তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। সন্ধ্যায় থিয়েটার কার্যালয়ে কেক কাটা ও সংগঠনের দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর থাকবে কবিতা আবৃত্তি, ক্লোজ নাটকের খণ্ড খণ্ড একক অভিনয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও বনভোজন। থিয়েটার সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে নতুনদের থিয়েটারের প্রতি আকৃষ্ট করা এবং সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে অনির্বাণ থিয়েটার।
ট্যাগ :