শিরোনাম:
হরিণাকুণ্ডুতে স্ত্রীর ধাক্কায় স্বামীর মৃত্যুর অভিযোগ
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
- আপলোড টাইম : ০৯:২৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা গ্রামে স্ত্রীর ধাক্কায় স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা তিনটার দিকে রানা মাঠের কাজ শেষ করে বাড়িতে আসেন। এসময় মোবাইল ফোন নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এতে গুরুতর আঘাত পেয়ে রানা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান বলে এলাকাবাসী জানিয়েছেন।
স্থানীয়রা আরও জানান, রানার স্ত্রী চম্পা খাতুন পরকীয়ায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের স্ত্রী চম্পা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হেফাজতে রাখা হয়েছে।
ট্যাগ :