শিরোনাম:
ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি পরিষদের আয়োজনে মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। প্রথম রাউন্ডের খেলায় ভুটিয়ারগাতী উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব ও মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাবের মো. তামিম হোসেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টটি ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ট্যাগ :