ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঝিনাইদহে অন্ধ ঘোড়া জবাই, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহে একটি বেওয়ারিশ অন্ধ ঘোড়া জবাই করে কে বা কারা চামড়া ফেলে মাংশ নিয়ে গেছে। গতকাল রোববার সকালে ঘোড়ার চামড়া পড়ে থাকার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে। স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, প্রায় ৫-৬ মাস ধরে অন্ধ ঘোড়াটি বাজারে ঘুরে বেড়াত। দিনের বেশিরভাগ সময় এটি হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চরে বেড়াত। তবে গত শনিবার রাতে কে বা কারা ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে গেছে। স্কুলমাঠে ঘোড়ার চামড়া, মাথা ও ভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়।

ব্যবসায়ী আনোয়ার হোসেনের ধারণা, ঘোড়াটি জবাই করে কেউ মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে পারে। হাটগোপালপুর বাজারের আরেক ব্যবসায়ী রইচ উদ্দিন জানান, গতকাল সকালে বাজারে এসে ঘোড়াটিকে কোথাও দেখতে না পেয়ে স্কুলমাঠে যান এবং সেখানেই ঘোড়ার মাথা, চামড়া ও ভুঁড়ি পড়ে থাকতে দেখেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ঝিনাইদহের কোনো হাটে ঘোড়ার মাংস অন্যান্য মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হতে পারে।

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ঘোড়া জবাই করার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে ঘোড়ার মাংস মানুষের খাওয়ার উপযোগী নয়। এটি মুসলিমদের জন্য হারাম। কারণ ঘোড়ার মাংসে মাত্রাতিরিক্ত অ্যাসিড থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।’ স্থানীয় হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ‘একটি চক্র রাতের আঁধারে ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে গেছে। ঘটনাস্থলে কাটা মাথা ও চামড়া ফেলে রেখে গেছে। অন্ধ ঘোড়াটির এই পরিণতি ও মাংস বিক্রির আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে অন্ধ ঘোড়া জবাই, এলাকায় চাঞ্চল্য

আপলোড টাইম : ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে একটি বেওয়ারিশ অন্ধ ঘোড়া জবাই করে কে বা কারা চামড়া ফেলে মাংশ নিয়ে গেছে। গতকাল রোববার সকালে ঘোড়ার চামড়া পড়ে থাকার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে। স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, প্রায় ৫-৬ মাস ধরে অন্ধ ঘোড়াটি বাজারে ঘুরে বেড়াত। দিনের বেশিরভাগ সময় এটি হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চরে বেড়াত। তবে গত শনিবার রাতে কে বা কারা ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে গেছে। স্কুলমাঠে ঘোড়ার চামড়া, মাথা ও ভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়।

ব্যবসায়ী আনোয়ার হোসেনের ধারণা, ঘোড়াটি জবাই করে কেউ মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে পারে। হাটগোপালপুর বাজারের আরেক ব্যবসায়ী রইচ উদ্দিন জানান, গতকাল সকালে বাজারে এসে ঘোড়াটিকে কোথাও দেখতে না পেয়ে স্কুলমাঠে যান এবং সেখানেই ঘোড়ার মাথা, চামড়া ও ভুঁড়ি পড়ে থাকতে দেখেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ঝিনাইদহের কোনো হাটে ঘোড়ার মাংস অন্যান্য মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হতে পারে।

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ঘোড়া জবাই করার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে ঘোড়ার মাংস মানুষের খাওয়ার উপযোগী নয়। এটি মুসলিমদের জন্য হারাম। কারণ ঘোড়ার মাংসে মাত্রাতিরিক্ত অ্যাসিড থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।’ স্থানীয় হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ‘একটি চক্র রাতের আঁধারে ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে গেছে। ঘটনাস্থলে কাটা মাথা ও চামড়া ফেলে রেখে গেছে। অন্ধ ঘোড়াটির এই পরিণতি ও মাংস বিক্রির আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’