ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় আহত মেছো বিড়াল উদ্ধার

সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য’

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ১০:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১০৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে একটি মেছোবিড়াল উদ্ধার করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী রাঙ্গিয়ারপোতা গ্রামের বেলে মাঠে আহত অবস্থায় দেখতে পান এই মেছো বিড়ালটি। পরে গ্রামের কিছু যুবকদের সঙ্গে নিয়ে বেলে মাঠ থেকে মেছো বিড়ালটি উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন। পরবর্তীতে দ্রুত চুয়াডাঙ্গা জেলার অন্যতম পরিবেশবাদী সংগঠন মানবতার জন্যকে খবর দেন। কিছুক্ষণের মধ্যে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে উদ্ধার করে সম্পাদকের বাড়ি নিয়ে এসে রেজিস্টার প্রানীচিকিৎসক শাওন হাসনাতের পরামর্শ অনুযায়ী পল্লি প্রাণি চিকিৎসক মান্নান প্রাথমিক সেবা দান করেন।

সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, আইইউসিএন ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল -১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।এরা কৃষকের বন্ধু ক্ষতিকর ইঁদুর খেয়ে ফসল সুরক্ষা করে, জলাশয়ের দূষণ রোধ করে।তাই এই প্রজাতিটি কে আমাদের সংরক্ষণ করতে হবে। আমি দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আহম্মদ আলীকে বিশেষ ধন্যবাদ জানাই, বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সহযোগিতা করার জন্য। মূলত তার কারণে আমরা মেছো বিড়ালটি জীবন্ত উদ্ধার করতে পেরেছি।

সংগঠনের সম্পাদক শাহিন সরকার বলেন, আমরা দ্রুত একে সুস্থ করে তার বিচরণ ক্ষেত্রে মুক্ত করবো। মেছো বিড়াল হত্যা বন্ধে আমাদের সংগঠন সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছি নিয়মিত। আহত মেছো বিড়ালটিকে চিকিৎসা দেবার পর কিছুটা সুস্থ করে রাতে জীবন্ত মাছ খাওয়াতে সক্ষম হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।

প্রাণিটির উদ্ধারকৃত সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী মুনিয়া আক্তার, সজীব, আবির,নিশান, ইমন এবং সংগঠনের সদস্য জিসান শেখ সহ গ্রামের সুধীজন।।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় আহত মেছো বিড়াল উদ্ধার

সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য’

আপলোড টাইম : ১০:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে একটি মেছোবিড়াল উদ্ধার করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী রাঙ্গিয়ারপোতা গ্রামের বেলে মাঠে আহত অবস্থায় দেখতে পান এই মেছো বিড়ালটি। পরে গ্রামের কিছু যুবকদের সঙ্গে নিয়ে বেলে মাঠ থেকে মেছো বিড়ালটি উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন। পরবর্তীতে দ্রুত চুয়াডাঙ্গা জেলার অন্যতম পরিবেশবাদী সংগঠন মানবতার জন্যকে খবর দেন। কিছুক্ষণের মধ্যে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে উদ্ধার করে সম্পাদকের বাড়ি নিয়ে এসে রেজিস্টার প্রানীচিকিৎসক শাওন হাসনাতের পরামর্শ অনুযায়ী পল্লি প্রাণি চিকিৎসক মান্নান প্রাথমিক সেবা দান করেন।

সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, আইইউসিএন ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল -১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।এরা কৃষকের বন্ধু ক্ষতিকর ইঁদুর খেয়ে ফসল সুরক্ষা করে, জলাশয়ের দূষণ রোধ করে।তাই এই প্রজাতিটি কে আমাদের সংরক্ষণ করতে হবে। আমি দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আহম্মদ আলীকে বিশেষ ধন্যবাদ জানাই, বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সহযোগিতা করার জন্য। মূলত তার কারণে আমরা মেছো বিড়ালটি জীবন্ত উদ্ধার করতে পেরেছি।

সংগঠনের সম্পাদক শাহিন সরকার বলেন, আমরা দ্রুত একে সুস্থ করে তার বিচরণ ক্ষেত্রে মুক্ত করবো। মেছো বিড়াল হত্যা বন্ধে আমাদের সংগঠন সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছি নিয়মিত। আহত মেছো বিড়ালটিকে চিকিৎসা দেবার পর কিছুটা সুস্থ করে রাতে জীবন্ত মাছ খাওয়াতে সক্ষম হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।

প্রাণিটির উদ্ধারকৃত সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী মুনিয়া আক্তার, সজীব, আবির,নিশান, ইমন এবং সংগঠনের সদস্য জিসান শেখ সহ গ্রামের সুধীজন।।