ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

ছয়ঘরিয়ায় লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট

ফাইনালে মুহাম্মদ প্রিন্টার্স বিজয়ী

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে


দর্শনার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুহাম্মদ প্রিন্টার্স একাদশ ও আব্দুল কাদের সুপার কিংস মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে মুহাম্মদ প্রিন্টার্স একাদশ ৪-২ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এসময় তিনি বলেন, ক্ষয়ে যাওয়া তরুণ প্রজন্মকে লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। স্বৈরাচারের রোষানলে পড়া তরুণ সমাজ মাদকের ভয়াল জগতে ঢুকে পড়েছিল। কেন্দ্রীয় ছাত্রদল, জেলা বিএনপির দুজন অভিভাবক মাহমুদ হাসান খান বাবু ও মো. শরীফুজ্জামান শরীফের তত্ত্বাবধানে জেলা ছাত্রদল গোটা জেলায় তরুণদের ইতিবাচক জাগরণে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান মিশা, আলতাফ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।
উল্লেখ্য, ৮ দল নিয়ে ছয়ঘরিয়া ফ্রেন্ডস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ছয়ঘরিয়ায় লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট

ফাইনালে মুহাম্মদ প্রিন্টার্স বিজয়ী

আপলোড টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫


দর্শনার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুহাম্মদ প্রিন্টার্স একাদশ ও আব্দুল কাদের সুপার কিংস মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে মুহাম্মদ প্রিন্টার্স একাদশ ৪-২ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এসময় তিনি বলেন, ক্ষয়ে যাওয়া তরুণ প্রজন্মকে লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। স্বৈরাচারের রোষানলে পড়া তরুণ সমাজ মাদকের ভয়াল জগতে ঢুকে পড়েছিল। কেন্দ্রীয় ছাত্রদল, জেলা বিএনপির দুজন অভিভাবক মাহমুদ হাসান খান বাবু ও মো. শরীফুজ্জামান শরীফের তত্ত্বাবধানে জেলা ছাত্রদল গোটা জেলায় তরুণদের ইতিবাচক জাগরণে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান মিশা, আলতাফ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।
উল্লেখ্য, ৮ দল নিয়ে ছয়ঘরিয়া ফ্রেন্ডস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।