অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণে
চুয়াডাঙ্গা জেলা টিম এখন মাগুরায়- আপলোড টাইম : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা টিম এখন মাগুরায় অবস্থান করছে। আজ রোববার সকাল ৯টায় মাগুরা স্টেডিয়ামে চুয়াডাঙ্গা জেলা টিম মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা টিমের বিরুদ্ধে। এর আগে গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা টিমের খেলোয়াড়দের জার্সি প্রদান করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান কাজল, মেহেরাব্বিন সানভী প্রমুখ।
১৭ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার আশিকুল হক শিপুল এবং ম্যানেজার রিমন মন্ডল। সাতক্ষীরার বিরুদ্ধে ভালো খেলে জয় লাভের আশায় জেলা টিমের কোচ-ম্যানেজার চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন