চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব- ১৬ ইয়ং টাইগার্স বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড টাইম : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১১৫ বার পড়া হয়েছে
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব- ১৬ ইয়ং টাইগার্স বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হক লিটন, মেহেরাব্বিন সানভী, কামরুল হাসান কাজল, জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘তরুণ সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। মোবাইল আসক্তি দূর করতে হবে। খেলাধুলার মনোভাব তৈরি করতে হবে বাচ্চাদের মধ্যে। এতে শারিরীক ও মানসিক বিকাশ হবে। খেলা মানুষের মানবিক হতেও সাহায্য করে। আজকের আয়োজন সুন্দর হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ওমর ফরহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সদস্য সচিব ফাহিম উদ্দিন মুভিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রিমন মন্ডল, ঝিনাইদহ জেলা দলের কোচ ফরহাদুর রেজা মুন্না, চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট টিমের কোচ আশিকুল হক শিপুল, নড়াইল জেলা টিমের কোচ হাসান রুবেল, পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রাইহান মোল্লা, পৌর যুব দলের আহ্বায়ক সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইসলাম রাকিব। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নড়াইল ও ঝিনাইদহ জেলা দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে।
টস জিতে ঝিনাইদহের অধিনায়ক নূর আল সাবরিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
এ সময় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ক্রিকেটপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।