ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় আগামী ২০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে যৌথ সভা

জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সমাবেশ সফল করতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় বিএনপিকে সুসংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। বিএনপির নেতা-কর্মীদের উচিত, জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করা। আমরা চাই চুয়াডাঙ্গার প্রত্যেক ভোটার নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এ জন্য দলকে সুসংগঠিত রেখে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে।’
বিএনপি নেতা শরীফ সকল নেতা-কর্মীকে আহ্বান জানিয়ে বলেন, ‘একটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের সাংগঠনিক শক্তি যদি দৃঢ় থাকে, তাহলে আমরা যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। এ জন্য দলীয় ঐক্য অটুট রাখতে হবে এবং জেলার স্বার্থে কাজ করতে হবে।’
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু। বক্তারা বলেন, ‘বিএনপির মূল শক্তি তৃণমূল। সংগঠনকে শক্তিশালী করতে হলে দলীয় ঐক্য বজায় রাখতে হবে। আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু ও জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ডাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আখতার হোসেন জোয়াদর্দ্দার, এমদাদুল হক ডাবু, মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, ওলামা দলের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফুল হক বিশ্বাস মিল্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা।
আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ৩টায় জেলা টাউন ফুটবল মাঠে সমাবেশ আয়োজন ও সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় আগামী ২০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে যৌথ সভা

জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান

আপলোড টাইম : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সমাবেশ সফল করতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় বিএনপিকে সুসংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। বিএনপির নেতা-কর্মীদের উচিত, জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করা। আমরা চাই চুয়াডাঙ্গার প্রত্যেক ভোটার নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এ জন্য দলকে সুসংগঠিত রেখে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে।’
বিএনপি নেতা শরীফ সকল নেতা-কর্মীকে আহ্বান জানিয়ে বলেন, ‘একটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের সাংগঠনিক শক্তি যদি দৃঢ় থাকে, তাহলে আমরা যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। এ জন্য দলীয় ঐক্য অটুট রাখতে হবে এবং জেলার স্বার্থে কাজ করতে হবে।’
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু। বক্তারা বলেন, ‘বিএনপির মূল শক্তি তৃণমূল। সংগঠনকে শক্তিশালী করতে হলে দলীয় ঐক্য বজায় রাখতে হবে। আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু ও জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ডাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আখতার হোসেন জোয়াদর্দ্দার, এমদাদুল হক ডাবু, মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, ওলামা দলের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফুল হক বিশ্বাস মিল্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা।
আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ৩টায় জেলা টাউন ফুটবল মাঠে সমাবেশ আয়োজন ও সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।