চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুলের বিদায় সংবর্ধনা
- আপলোড টাইম : ১১:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলামের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. রিয়াজুল ইসলাম ২০২৩ সালের ৭ আগস্ট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেন। দায়িত্বকালীন তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে নিরবচ্ছিন্ন সেবা প্রদানসহ পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়েছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা তাঁকে স্মৃতিস্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান এবং তার কর্মজীবনের সাফল্য কামনা করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।