ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৭

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গাড়াবাড়িয়া নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মৃত কাছেদের ছেলে জিল্লুর রহমান ও তার ছেলে সোহাগ হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী ও শরীয়তুল্লাহসহ সঙ্গীয় ফোর্স গাড়াবারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালত সোপর্দ করে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামি। সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি।
অপর দিকে, আলমডাঙ্গা থানা-পুলিশ অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌য় বিশেষ অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তাং-১০/১১/২০২৪ খ্রি :, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ দণ্ডবিধি, ১৮৬০; তৎসহ ৩/৪/৬ বিষ্ফোরক দ্রব্য মামলা, ১৯০৮; তদন্তে প্রাপ্ত আসামি কয়রাডাঙ্গা গ্রামের মো. আফজালুল হকের ছেলে, চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ভোগাইল বগাদি গ্রামের মৃত মঙ্গল মন্ডলের ছেলে মো. মাহবুবুল হক (৪২) ও গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. মোজাম মন্ডলকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাত ও গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক স্থানে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চারুলিয়া গ্রামের মো. হিসাব আলীর ছেলে আওয়ামী লীগের কর্মী মো. নাসিরুল ইসলাম (২৭) ও কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণ পড়ার মৃত আব্দুল করিমেরছেলে আওয়ামী লীগ নেতা মো. ছানেয়ার হোসেন মণ্টু (৪৭)।
থানা সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার পুলিশ অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি চারুলিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মো. নাসিরুল ইসলাম ও কানাইডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা ছানেয়ার হোসেন মণ্টুকে গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাসিরুল ইসলামকে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরজনকে আজ আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৭

আপলোড টাইম : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গাড়াবাড়িয়া নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মৃত কাছেদের ছেলে জিল্লুর রহমান ও তার ছেলে সোহাগ হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী ও শরীয়তুল্লাহসহ সঙ্গীয় ফোর্স গাড়াবারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালত সোপর্দ করে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামি। সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি।
অপর দিকে, আলমডাঙ্গা থানা-পুলিশ অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌য় বিশেষ অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তাং-১০/১১/২০২৪ খ্রি :, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ দণ্ডবিধি, ১৮৬০; তৎসহ ৩/৪/৬ বিষ্ফোরক দ্রব্য মামলা, ১৯০৮; তদন্তে প্রাপ্ত আসামি কয়রাডাঙ্গা গ্রামের মো. আফজালুল হকের ছেলে, চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ভোগাইল বগাদি গ্রামের মৃত মঙ্গল মন্ডলের ছেলে মো. মাহবুবুল হক (৪২) ও গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. মোজাম মন্ডলকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাত ও গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক স্থানে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চারুলিয়া গ্রামের মো. হিসাব আলীর ছেলে আওয়ামী লীগের কর্মী মো. নাসিরুল ইসলাম (২৭) ও কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণ পড়ার মৃত আব্দুল করিমেরছেলে আওয়ামী লীগ নেতা মো. ছানেয়ার হোসেন মণ্টু (৪৭)।
থানা সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার পুলিশ অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি চারুলিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মো. নাসিরুল ইসলাম ও কানাইডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা ছানেয়ার হোসেন মণ্টুকে গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাসিরুল ইসলামকে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরজনকে আজ আদালতে প্রেরণ করা হবে।